একটি বাড়ি একটি খামার প্রকল্প:
গ্রামকে সকল অর্থনৈতিক কর্মকান্ডের মূলভিক্তিক এবং গ্রামীণ অর্থনৈতিক শক্তিশালী করার লক্ষ্য নিয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্প গৃহীত হয়েছে।দারিদ্র্য হৃাস করে দেশকে একটি মধ্যে আয়ের দেশে রুপান্তরকল্পে সরকার ঘোষিত রুপকল্প ২০২১ এবং একই সাথে বাংলাদেশের সংবিধানে বর্ণিত দরিদ্র্য জনগোষ্ঠি জীবনমান উন্নয়নে রাষ্ট্রিয় দায়িত্ব ও কর্তব্য পালনের সাথে সঙ্গতি রেখে নির্ধারণ করা হচ্ছে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন কৌশল। প্রকল্পভূক্ত পতিটি পরিবারের বিদ্যমান সম্পদের সাথে পুজিঁ, শ্রম ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে প্রতিটি বাড়িকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী পরিবার হিসাবে গড়ে তুলতে প্রকল্পের মাধ্যমে সহায়তা করা হচ্ছে।প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একটি করে গ্রাম নির্বাচন করে (4503*9)40,527 টি গ্রামে প্রকল্পের গ্রাম সংগঠন সুষ্টি করা হয়েছে।প্রতিটি গ্রাম সংগঠনে প্রতি পরিবার হতে 1জন হিসাবে60 জন( 40 জনমহিলাও20 জনপুরুষ) উপকারভোগী নির্বাচন করা হয়েছে।বর্তমানে প্রকল্পের আওতায়(40,527*60) 24,31,620 জন উপকারভোগী সদস্য/পরিবার সুবিধা পাচ্ছে।প্রতি পরিবারে গড় প্রতি 5 জন সদস্য হলে বর্তমানে প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকারভোগীর সংখ্যা (24,31,620*5) 1,21,58,100 জন।
একটি বাড়ি একটি খামার প্রকল্পের উদ্দেশ্য:
v প্রতিটি পরিবারকে অর্থনৈতিক কর্মকান্ডের কেন্দ্রবিন্দু এবং সমবায় ভিক্তিক গ্রাম সংগঠনকে স্বতন্ত্র অর্থনৈতিক ইউনিট গড়ে তোলা;
v কার্যকর গ্রাম সংগঠনের মাধ্যমে গ্রামের সার্বিক উন্নয়ন;
v স্থানীয় সম্পদও স্থানীয় চাহিদা/সমস্যা ভিত্তিক গ্রাম উন্নয়ন পরিকল্পনা প্রনয়ণ;
v স্থানীয় সম্পদের সমাবেশ এবং তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ;
v স্ব-কর্মস্থান ও আয়বৃদ্ধির সুযোগি সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন;
v সামাজিক খাত বিশেষ করে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য,বিদ্যুতায়ন এবং পরিবেশ উন্নয়নের মাধ্যমে অভীষ্ঠ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন;
v স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং জাতি গঠন মূলকবিভাগ ও সংস্থার মধ্যে ফলপ্রসূ যোগসূত্র স্থাপন;
v গ্রামীন পর্যয়ে প্রশিক্ষন ভিক্তিক ঋণ হিসাব ও তথ্য ব্যবস্থাপনা;
v সমবায় ভিত্তিক বিপণন ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ;
v ডাটা ও টেলিসেন্টার স্থাপনের মাধ্যমে আধুনিক তথ্য প্রযুক্তির সম্প্রসারণ;
v মোবাইল ব্যাংকি এর মাধ্যমে উপকারভোগীদের সঞ্চয়, ঋণসহ সার্বিক কার্যক্রম পরিচালনা ও ব্যাংকিং কার্যক্রম জনগনের দোরগোড়ায় পৌছানো।
করব সঞ্চয় গড়ব তহবিল
সংসারে থাকবে সুখ অনাবিল।